যে কারণে ক্রিকেট থেকে ওয়ানডে ফরম্যাটকে বাদ দিতে বলছেন আকরাম

|

ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত।

ক্রিকেটের ব্যস্ত সূচিতে মনঃসংযোগ হারাচ্ছেন ক্রিকেটাররা। সেই সাথে যুক্ত হচ্ছে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রভাব। ফর্ম হারিয়ে নিজেদের খুঁজে ফিরছেন ভিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের মতে, ক্রিকেটের এই ব্যস্ত সূচিই এর কারণ। তাই ক্রিকেট থেকে ওয়ানডে ফরম্যাটকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

আকরাম বলেন, আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়া উচিত। ক্রিকেটারদের ধকল কাটাতে সহায়ক হবে এটি। এতে ক্রিকেটাররাও মনঃসংযোগ ফিরে পাবেন। ইংল্যান্ডে দর্শকদের মাঝে ওয়ানডে ক্রিকেট নিয়ে আগ্রহ থাকলেও ভিন্ন চিত্র পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে।

সম্প্রতি ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। স্টোকসের অবসরের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ওয়ানডেতে সর্বোচ্চ ৫০২ উইকেট নেয়া ওয়াসিম আকরাম। সেই সাথে জানিয়েছেন টি-টোয়েন্টির কাছে ওয়ানডে ক্রিকেটের জৌলুস হারানোর কথা।

আকরামের ভাষ্য, ওয়ানডে ক্রিকেট থেকে স্টোকসের বিদায় দুঃখজনক। তবে আমি তার সিদ্ধান্তের সাথে একমত। টি-টোয়েন্টির কাছে রং হারিয়েছে ওয়ানডে ক্রিকেট। ধারাভাষ্যকার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটকে আমার কাছে বিরক্তিকর মনে হয়।

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার পরামর্শ দিলেও টেস্ট ক্রিকেটের পক্ষে ওয়াসিম। জানান, টেস্ট ম্যাচে লড়াইয়ের ভেতরে লড়াইয়ের কথা।

এদিকে, তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। শেষ ৫ সিরিজে অপরাজিত টাইগাররা। তাই ওয়াসিম আকরামের ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার পরামর্শ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের করতে পারে আশাহত। সূত্র: জিও টিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply