জাপানে বেড়েই চলেছে করোনা ভাইরাসের বিস্তার। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটিতে শনাক্ত হয় ১ লাখ ৮৬ হাজারের বেশি সংক্রমণ। ফেব্রুয়ারির পর দেশটিতে একদিনে শনাক্তের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের বরাতে সংবাদমাধ্যম জাপান টাইমস বলছে, করোনার ৭ম ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে জাপান।
বৃহস্পতিবারের শনাক্তদের মধ্যে টোকিওতেই ৩১ হাজার ৮৭৮ জন। আগেরদিন টোকিওতে করোনা শনাক্ত হয়েছে ২০ হাজারের মতো মানুষের। ভয়াবহ ছোঁয়াচে ভ্যারিয়েন্ট বিএ-ফাইভের কারণেই ব্যাপকহারে ছড়াচ্ছে করোনা।
জাপানের ৪৭টি প্রশাসনিক এলাকার মধ্যে ৩০টিতেই ঊর্ধ্বমুখী করোনার বিস্তার। দেশটিতে এখন পর্যন্ত করোনা মহামারিতে মৃত্যু হয়েছে ৩১ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন এক কোটি ৬০ লাখের বেশি জাপানি।
/এডব্লিউ
Leave a reply