‘পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া অবিচল এবং অপরিবর্তনীয়’

|

পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার সিদ্ধান্ত অবিচল এবং অপরিবর্তনীয়। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আবারও এ কথা জানান সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা- কেসিএনএ জানায় এ তথ্য।

এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে সর্বোচ্চ নেতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের সম্পর্ক ধাপে-ধাপে উন্নীত হবে। একইভাবে পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচিও একদিনে শেষ হওয়া অসম্ভব। এর জন্য সময় প্রয়োজন। তবে প্রতিশ্রুতির বাস্তবায়নের পূর্ণ সদিচ্ছা রয়েছে পিয়ংইয়ং-এর।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন আসন্ন ট্রাম্প-কিম বৈঠকের পরিকল্পনা সঠিক পথেই এগোচ্ছে। কিম জং উনের তরফ থেকে পাঠানো একটি চিঠি খুব শিগগিরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করবে কূটনীতিক দলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply