মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি ডব্লিওএইচও’র

|

ছবি: সংগৃহীত।

মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। গোটা বিশ্বে ভাইরাসটির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে এ সতর্কতা জারি করা হয়েছে। খবর এপি’র।

মাঙ্কিপক্স নিয়ে ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকে স্বাস্থ্য সতর্কতা জারির এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি শনিবার জরুরি সতর্কতা জারি করে।

ডব্লিওএইচও’র তথ্য অনুযায়ী, ভাইরাসটি ইতোমধ্যে ৭৫ দেশে ছড়িয়েছে। সবশেষ যুক্তরাষ্ট্রে দুই শিশুর শরীরে পাওয়া যায় এ ভাইরাসের অস্তিত্ব। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ হাজার মানুষ; আর মারা গেছে পাঁচজন।

এখন পর্যন্ত এই রোগে যেসব উপসর্গ মিলেছে, তারমধ্যে অন্যতম তীব্র জ্বর। এর পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে দেখা দেয় ফুসকুড়ি। চুলকানি ও প্রচন্ড ব্যথা নিয়ে অসুস্থতা থাকতে পারে প্রায় একমাস পর্যন্ত।

বর্তমানে মাঙ্কিপক্স ছাড়াও বিশ্বজুড়ে বর্তমানে করোনাভাইরাস মহামারি এবং পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা নিয়ে এ ধরনের দুইটি জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply