দু’পা নেই, তাতে কী! দু’হাতেই ভর করে ১৫ হাজার ফুট উঁচু পাহাড়ে উঠলেন ভারতের পাঞ্জাবের ভগবান সিংহ নামে এক যুবক। তার গন্তব্যস্থল ছিল উত্তরাখণ্ডের হেমকুণ্ড। শনিবারই সেখানে পৌঁছান তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, যেখানে সুস্থ-সবল ব্যক্তিরা পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যান, সেখানে ভগবান নামে ওই যুবক দু’হাতের ভরসাতেই এই উচ্চতায় উঠেছেন। গত ১৯ জুলাই একাই হেমকুণ্ডের উদ্দেশে রওনা দেন তিনি। তার এই আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
ভগবান সিংহ জানিয়েছেন, তিনি আর চার-পাঁচ জন সুস্থ-সবল মানুষের মতোই ছিলেন। কিন্তু বছর দশেক আগে ট্রেন দুর্ঘটনায় তাঁর পা কাটা পড়ে। তবে প্রাণে বেঁচে যান তিনি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য তাকে বাড়ির লোকেরা একা ছাড়তে চাইছিলেন না। হেমকুণ্ড গেলে একাই যাবেন ঠিক করেন ভগবান সিংহ। অবশেষে তার জেদের কাছে হার মানতে হয় পরিবারকে।
ভগবান সিংহ আরও বলেন, এই সফরের সময় কখনও মনে হয়নি যে, আমার পা নেই। মনের শক্তি আর আত্মবিশ্বাসই আমাকে এত দূর টেনে নিয়ে এসেছে।
Hemkund Yatra इसे भक्ति कहें या हौसला, पंजाब निवासी भगवान सिंह सबके लिए नजीर बन गए हैं। वह हाथों के सहारे 15 हजार फीट की ऊंचाई पर स्थित हेमकुंड पहुंच गए। देखें वीडियो#HemkundYatra, #UttarakhandNews pic.twitter.com/U7hduy9a56
— Sunil Negi (@negi0010) July 24, 2022
ইউএইচ/
Leave a reply