বাহামা দ্বীপপুঞ্জের কাছে অভিবাসনপ্রার্থী বোঝাই নৌকাডুবিতে প্রাণ হারালেন শিশুসহ কমপক্ষে ১৭ জন। রোববারের এই দুর্ঘটনায় ২৫ জন জীবিত উদ্ধার হয়েছেন। রোববার (২৪ জুলাই) বাহামিয়ার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর আলজাজিরার।
সংবাদ সম্মেলনে ফিলিপ ডেভিস জানান, নৌযানটিতে কমপক্ষে ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই হাইতির নাগরিক। আরোহীদের গন্তব্যস্থল ছিলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। কিন্তু ভূখণ্ড থেকে ১১ কিলোমিটার দূরে উল্টে যায় নৌযানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। কোস্টগার্ড অভিযান চালিয়ে উদ্ধার করে বাকিদের। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।
ডেভিস আরও জানান, কর্তৃপক্ষ মনে করছে তারা সবাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে যাচ্ছিলেন।
এদিকে মানব পাচারের অভিযোগে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বাহামা পুলিশ। জেরায় বেরিয়ে আসে প্রত্যেকের কাছ থেকে ৮ হাজার ডলার নিয়েছে পাচারকারীরা। বিনিময়ে তাদের যুক্তরাষ্ট্রে সুরক্ষিত ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছে।
এটিএম/
Leave a reply