ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আটক অভিযুক্ত

|

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বিশ্ববিদ্যালয়ে বন্ধুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনকে আটক করেছে ফিলিপাইন পুলিশ। খবর রয়টার্সের।

রোববার (২৪ জুলাই) রাজধানীর ম্যানিলার অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সমাবর্তন অনুষ্ঠানে সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। এ সময় গোলাগুলিতে দেশটির দক্ষিণ প্রদেশের এক প্রাক্তন সিটি মেয়রসহ নিহত হয়েছেন তার সহকারী। এছাড়া প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মীও।

ফিলিপাইনে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে গোলগুলির ঘটনা তেমন দেখা যায় না। কিন্তু নির্বাচনের সময় রাজনৈতিক ব্যক্তিদের ওপর গুলির নজির রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply