ভারতের বিনোদন জগতে সবচেয়ে বেশি কর দিয়েছেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার। আর তাই আয়কর অধিদফতর থেকে পেলেন বিশেষ সম্মাননা। সাথে ছিল একটি প্রশংসাপত্র।
ভারতের সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ধরে দেশটির সর্বোচ্চ করদাতার খেতাব জিতে আসছেন অক্ষয় কুমার। বর্তমানে টিনু দেশাইয়ের সাথে একটি ছবির শ্যুটে দেশের বাইরে রয়েছেন অক্ষয়। আর তাই তার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেছে একটি প্রতিনিধি দল।
বলিউডের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায়, বলিউডে অক্ষয় কুমারের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া তার বিজ্ঞাপনের সংখ্যাও নেহাত কম নয়। তাই স্বাভাবিকভাবেই তার আয়ও বেশি। অভিনেতার প্রাপ্ত শংসাপত্র ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
অক্ষয়কে শেষবার দেখা গিয়েছিল সম্রাট পৃথ্বীরাজ ছবিতে। যেখানে তার বিপরীতে ছিলেন মানুশি চিল্লার।
এটিএম/
Leave a reply