বৈরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে। ফলে তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় ড্র হয়েছে।
লিডসে প্রথম দফার বৃষ্টির পর খেলার পরিধি নেমে আসে ৪৫ ওভারে। বৈরি আবহাওয়ার চোখ রাঙানি উপেক্ষা করে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক ওপেনার করেন ৯২ রান।
২৭ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তোলার পর আবারও হানা দেয় বৃষ্টি। দুই দফার ভারী বর্ষণে খেলা আর গড়ায়নি মাঠে। এই ম্যাচ না হওয়ায় ১-১’এ ড্র হলো ওয়ানডে সিরিজ।
আরও পড়ুন: অক্ষরের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের সিরিজ জয়
/এম ই
Leave a reply