মানিকগঞ্জে যমুনার দুর্গম চরে তৈরি হচ্ছে দেশি মদ

|

মানিকগঞ্জে যমুনার দুর্গম চরে তৈরি হচ্ছে দেশি মদ। একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে এই মদ তৈরি করে চরাঞ্চলসহ আশপাশের এলাকায় সরবরাহ করছে। হাত বাড়ালেই পাওয়া যায় বলে চরে উদ্বেগজনক হারে বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। তুচ্ছ ঘটনায় মারামারিসহ বেড়েছে নানা অপরাধও।

স্থানীয়রা বলছেন, দুর্গম এলাকা হওয়ায় পুলিশের নজরদারি কম চরাঞ্চলে। এই সুযোগই কাজে লাগাচ্ছে অপরাধীরা। এর আগে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দেয়া হলেও তারা জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ শুরু করেছে। স্থানীয়রা বলছেন, যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় প্রশাসনিক লোকজন কম আসে আলোকদিয়ায়। আর এ সুযোগে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

যোগাযোগ ব্যবস্থার জটিলতার কথা জানালেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনও। এই পুলিশ কর্মকর্তা বলছেন, নদীবেষ্টিত হওয়ায় অপরাধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছাতে পারেন না তারা। তবে মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স বলেও জানান তিনি।

বাড়িতে মদ তৈরির সময় খাসপাড়া এলাকায় জায়েদ নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় উদ্ধার হয় তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ মদ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply