ব্রিজ থেকে পিছলে কেনিয়ায় যাত্রিবাহী একটি বাস পার্শ্ববর্তী নদী উপত্যকায় পড়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় মডার্ন কোস্ট কোম্পানির একটি বাস মেরু শহর থেকে মোম্বাসা শহরের দিকে যাচ্ছিল। এ সময় থারাকা নিথি সেতু ওপর উঠতে গিয়ে পিছলে যাত্রীসহ প্রায় ৪০ মিটার নিচে নদীর উপত্যকায় পড়ে যায় বাসটি।
বিষয়টি নিশ্চিত করেছেন, থারাকা নিথি কাউন্টির কমিশনার নোবার্ট কোমোরা। স্থানীয় গণমাধ্যমগুলোকে তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নাইরোবি হাইওয়ের পাশে নিথি নদীর সেতু থেকে একটি বাস পড়ে গিয়ে ৩৪ জন মারা গেছেন। বাসটির ব্রেক অকার্যকর হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় প্রায়ই এ ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, গত বছর কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
এসজেড/
Leave a reply