সংকটকালে দরকার জাতীয় ঐক্য: আব্দুল্লাহ আল নোমান

|

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

সমগ্র জাতির মধ্যেই সংকট চলছে। তাই জাতীয় ঐক্য দরকার বলে জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা জানান। আব্দুল্লাহ আল নোমান বলেন, এক দফার গণআন্দোলন গড়ে তুলতে হবে, যার মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত; রিজভী বললেন ‘সন্দেহজনক’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, টেবিলে আলোচনায় নয় এবার সংকট সমাধান হবে রাজপথে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে উন্নয়নের নামে মিথ্যা তথ্য দিচ্ছে।

আরও পড়ুন: বিএনপির সাথে আনুষ্ঠানিক সংলাপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি : কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply