জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময়ের সংস্কৃতি তৈরি করার ব্যাপারে একমত হয়েছেন দুই দলের নেতারা।
রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাপার চেয়ারম্যান জি এম কাদের এবি পার্টি নেতাদের শুভেচ্ছা জানান।
বৈঠকে জি এম কাদের বলেন, মধ্যপন্থার রাজনীতির প্রতি অধিকাংশ জনগণের সমর্থন থাকায় বিশ্বব্যাপী মধ্যপন্থীরাই রাষ্ট্রের কল্যাণে বেশি ভূমিকা রেখেছে। এছাড়া জাতীয় নির্বাচন অর্থবহ করা এবং নির্বাচনে কারচুপি দূর করার জন্য আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনব্যবস্থা চালু করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এ প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে বলে বৈঠকে মত প্রকাশ করেন এবি পার্টির নেতারা।
/এডব্লিউ
Leave a reply