নগ্ন ছবি প্রকাশের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বেশ কিছু ছবি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবস্ত্র অবস্থায় তোলা এসব ছবি নিয়ে ভারতের বাইরেও আলোচনার ঝড় উঠেছে অভিনেতাকে নিয়ে। তবে এ ধরনের ছবি প্রকাশকে ‘নারীর অনুভূতিতে আঘাত’ আখ্যা দিয়ে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ভারতের এক এনজিও কর্মকর্তা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৫ জুলাই) মুম্বাইয়ের চিম্বুর থানায় এক এনজিও কর্মকর্তা রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার অভিযোগ, বিবস্ত্র ছবি প্রকাশ করে রণবীর ‘নারীর অনুভূতিতে আঘাত’ করেছেন এবং একই সাথে নারীর শালীনতাকে অপমান করেছেন অভিনেতা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রণবীরের বিরুদ্ধে এফআইআরের আবেদন গৃহীত হয়েছে। সেখানে তথ্য প্রযুক্তি আইনসহ একাধিক ধারায় মামলা করার আবেদন করেছেন ওই এনজিও কর্মকর্তা। তবে এখনও চূড়ান্তভাবে এফআইআর নথিভুক্ত করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply