সেন্সরে আটকে গেলো আরিফিন শুভর ‘নূর’

|

নূরের পোস্টারে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীর নতুন সিনেমা ‘নূর’ শুটিং-এডিটিং শেষে জমা পড়েছিল সেন্সর বোর্ডে। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেও ফেলেছেন। তবে সিনেমাটিকে ছাড়পত্র দিতে রাজি নন তারা। দিয়েছেন সংশোধন। সংশোধন এলেই মিলবে সেন্সর থেকে মুক্তির অনুমতি।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ‘নূর’ সিনেমাটি গত সপ্তাহে সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। কিন্তু সিনেমাটিকে সেন্সর দেয়া হয়নি। সিনেমার একটি অংশের সংশোধনের নির্দেশ দিয়েছেন তারা। সংশোধন এলেই সিনেমাটি ছাড়পত্র পাবে বলে জানা গেছে

এদিকে সংশোধনের বিষয়টি সিনেমা সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হলেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি এখনও কোনো কাগজ পাননি বলে জানান নূরের পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, টেকনিক্যাল কিছু বিষয়ে সংশোধনী দিয়েছে সেন্সর বোর্ড। সংশোধন আসলে অবশ্যই সেটা মেনে আবারও সেন্সর সার্টিফিকেটের জন্য আবেদন করা হবে বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply