কানাডার শহর ভ্যাঙ্কুবারের রাস্তায় গোলাগুলিতে প্রাণ হারালেন দুই গৃহহীন। সোমবার (২৫ জুলাই) পাল্টা পুলিশি অভিযানে নিহত হয় হামলাকারীও।
গোলাগুলিতে আরও দুজন মারাত্মক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডাক্তাররা। এ ঘটনায় ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের শহরটিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। জনসাধারণকে অঞ্চলটি পরিহারের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। অস্ত্রধারীর নাম-পরিচয় এবং তার মোটিভ শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা।
ম্যাস শুটিং বা ছোটখাটো গোলাগুলির ঘটনা যুক্তরাষ্ট্রে সাধারণ বিষয় হলেও অস্ত্র আইনের ব্যাপারে ভীষণ কঠোর কানাডা। দেশটিতে সবশেষ ২০১৭ সালে কুইবেকে মাগরিবের নামাজ চলাকালে ৬ মুসল্লিকে হত্যা করে এক আততায়ী।
/এডব্লিউ
Leave a reply