দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার (২৫ জুলাই) ভারতের কেন্দ্রীয় সংস্থা ইডির মুখোমুখি হতে পারেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। বহুল আলোচিত ‘ন্যাশনাল হেরাল্ড’ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা দফতরে হাজির করা হয় ভারতের বিরোধী দলীয় প্রধানকে। টানা প্রায় ৩ ঘণ্টা জেরা করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে মেয়ে প্রিয়াংকা গান্ধিকেও করা হয় জিজ্ঞাসাবাদ।
গত জুন মাসে ইডি কার্যালয়ে ৫ দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রাহুল গান্ধি। কংগ্রেস সভানেত্রীকেও তলব করা হয়েছিল তখন। তবে অসুস্থতার কারণে হাজিরা দেননি আদালতে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রামনিয়াম সোয়ামি।
/এমএন
Leave a reply