দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়। ৪ ধাপে ঘণ্টাব্যাপী পরীক্ষা চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।
মঙ্গলবার এ ইউনিটের মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য সমন্বিত বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৭ হাজার ২৩৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে সামিল হয়েছেন ৩৮ জন। এ বছর মোট ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে জমা পড়ে এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন।
এদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে নগর জুড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আবাসন সঙ্কট ও যানজটের ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
এসজেড/
Leave a reply