ফ্রান্সের অখ্যাত ব্যাটার গড়লেন টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

|

গুস্তাভ ম্যাককিওন। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন ফ্রান্সের ব্যাটার গুস্তাফ ম্যাককিওন। মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়সে সেঞ্চুরি করে ম্যাককিওন ভেঙেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইয়ের রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও সুইজারল্যান্ড। সেই ম্যাচে মাত্র ৬১ বলে ১০৯ রান করেন গুস্তাফ ম্যাককিওন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা। ফরাসি এই ওপেনারের এটিই ছিল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। তবে বিশ্বরেকর্ড গড়া এই ইনিংস আদতে জয় এনে দিতে পারেনি ফ্রান্সকে। রান তাড়া করতে গিয়ে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ১ উইকেটের জয় তুলে নেয় সুইজারল্যান্ড।

প্রসঙ্গত, রোববার (২৪ জুলাই) চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অভিষেক হয় গুস্তাফ ম্যাককিওনের। আর সেই ম্যাচে ৫৪ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে নজর কাড়েন এই ওপেনার।

আরও পড়ুন: বাংলাদেশের সাথে ২০০ পেরোতে না পারা উইন্ডিজ কীভাবে ৩০০ হাঁকাচ্ছে ভারতের সাথে!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply