কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ, জেলেদের মুখে হাসি

|

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। আকারও বেশ বড়। সাগর থেকে ট্রলার নিয়ে হাসিমূখে ফিরছেন জেলেরা। পাশাপাশি রূপচাঁদা, লইট্টাসহ অন্যান্য সামুদ্রিক মাছের পরিমাণও কম নয়।

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ৪ দিন ধরে সরগরম কক্সবাজারের মৎস্য অবতরন কেন্দ্রসহ সব ঘাট। সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমতির দিকে।

আশানুরূপ মাছ ধরা পড়ায় ট্রলার মালিকরা খুশি বলে জানালেন। এদিকে, ঘাটে ট্রলার ভিড়তেই মাছ খালাসে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকরা। আর কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমতির দিকে। প্রতি ট্রলারে ৫শ’ থেকে ৮ হাজার পর্যন্ত ইলিশ ধরা পড়ছে।

ব্যবসায়ীরা বললেন, সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে। এভাবে সরবরাহ থাকলে সামনে দাম আরও কমতে পারে।
প্রথম ৩ দিনে ৪০ টনের বেশি মাছ এসেছে অবতরণ কেন্দ্রে। এরমধ্যে অর্ধেকই ইলিশ।

জেলা মৎস্য অফিসের তথ্য মতে, কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩ হাজারের বেশি। আর নৌযান রয়েছে সাড়ে ৫ হাজার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply