স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের নূরুল মাতুব্বরের স্ত্রী রওশানারা বেগম ও মেয়ে আল্লাদি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল হোসেন।
তিনি জানান, সকালে মা ও মেয়ে অটোভ্যানযোগে টেকেরহাটের দিকে আসছিল। এ সময় বৌলগ্রাম এলাকায় স্পিডব্রেকারের সাথে ধাক্কা লেকে অটোভ্যানটি উল্টে যায়। তখন অপরদিক থেকে আসা একটি ট্রাক পিছন দিয়ে তাদের ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। মেয়ের শরীরের একাধিক স্থানে চাকার সাথে থেঁতলে যায়। পরে স্থানীয়রা এসে ট্রাকটি আটক করে। তবে অটোভ্যানের চালক সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে রাজৈর থানা ও মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক বা কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএইচ/
Leave a reply