ঔপন্যাসিক সৈয়দ ওয়ালী উল্লাহর বাড়ি আত্মসাতের অভিযোগ

|

প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহর গুলশানের বাড়ি আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন তার ছেলে ইরাজ ওয়ালীউল্লাহ।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন তিনি। তার চাচা জিয়াউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করা হয়। সৈয়দ ওয়ালীউল্লাহর পরিবার দীর্ঘদিন যাবত প্যারিসে বসবাস করায় তাদের ঢাকার সম্পত্তি দেখভালের জন্য ওয়ালীউল্লাহর মামাতো ভাই জিয়াউল ইসলাম দায়িত্ব দেওয়া হয়। জিয়াউল সে সম্পত্তি আত্মসাত করে তার ছেলের মালিকানায় আবাসন প্রতিষ্ঠান ‘নির্মাণ বিল্ডার্স’র কাছে হস্তান্তর করেন। সেখানে বহুতল ভবন তৈরির কাজ চলছে।

আদলতের কাছে এমন অভিযোগ করলে আদালত মামলা নিয়ে এ ঘটনায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply