স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশন এলাকায় কর্ণফুলী ট্রেনে কাটা পড়ে হাত ও পা বিচ্ছিন্ন হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেনটি মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশের আউটারে আসার পর লোকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তার দুই হাত ও বাম পা ট্রেনের চাকায় কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটিএম/
Leave a reply