রাজীব মীরকে বাঁচানোর আকুতি

|

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক, গবেষক ও লেখক রাজীব মীর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। ডাক্তাররা জানিয়েছেন, রাজীবকে বাঁচাতে দ্রুতই লিভার প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এজন্য বিপুল অর্থের প্রয়োজন। যা রাজীবের মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা দুরূহ। সহায়তার হাত বাড়িয়েছেন তার বন্ধু-সহকর্মী-শুভানুধ্যায়ীরা। রাজীবকে বাঁচানোর আকুতি নিয়ে একটি লেখা পাঠিয়েছেন তার কিছু শুভাকাঙ্ক্ষী।

মরণাপন্ন রাজীব মীরকে বাঁচাতে প্রয়োজন মাত্র ১০ টাকা!
আফরোজা সোমা, সাকিরা পারভীন, শাকিল হাসান

টাকার অংকটা আপনার কাছে অবিশ্বাস্য ঠেকছে? কিন্তু না। এটিই সত্য। মাত্র ১০ টাকা। ১০টি টাকা হলেই বেঁচে যেতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়তে থাকা রাজীব মীর।

চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক, গবেষক ও লেখক রাজীব মীর। আরো সপ্তাহখানেক আগেই ডাক্তাররা জানিয়েছেন রাজীবের বেঁচে থাকার সম্ভাবনা আর মোটে দুই মাস।

তবে, দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রোপচার করে যদি লিভার প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি বাঁচবেন।

তাই, তাকে বাঁচানোর জন্য ইতোমধ্যেই এগিয়ে এসেছেন একজন সহৃদয় ব্যক্তি। তিনি নিজের লিভারের একটি অংশ রাজীবকে দান করতে রাজি হয়েছেন। ডাক্তাররাও প্রস্তুত। যেকোনো সময় হতে পারে অস্ত্রোপচার।

কিন্তু মোটে ১০টি টাকার জন্য আটকে আছে অস্ত্রোপচার।

জ্বী। ১০টি মোটে টাকা।

রাজীবের অস্ত্রোপচারের জন্য দরকার ৬০ লাখ টাকা। আর তার সামগ্রিক চিকিৎসা ব্যয় নির্বাহ করতে প্রয়োজন প্রায় ৯০ লাখ টাকা। এতো বিপুল অর্থ রাজীবের নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে কোনোভাবেই ব্যাবস্থা করা সম্ভব নয়।

কিন্তু আপনি টাকার বিহিত করতে পারেন। আমি এই অর্থের যোগান দিতে পারি। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি রাজীবের চিকিৎসার টাকাটা উঠে যাওয়া একটা সামান্য সময়ের ব্যাপার মাত্র।

সকলের প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রায় ৩৮ লাখ টাকা যোগাড় হয়ে গেছে। তার অপারেশনটা করতে প্রয়োজন আর মাত্র ২০-২২ লাখ টাকা।

কিন্তু আমরা আপনার কাছে ১ লাখ বা ১০ হাজার বা ১ হাজার টাকা চাই না। আমরা আপনার কাছে ১০টি মাত্র টাকা চাই।

রাজীবকে বাঁচানোর জন্য আপনি ১০টি টাকা বিকাশ করুন। আপনার ও আমার মতন দুই লাখ মানুষ ১০ টাকা করে দিলে মাত্র এক ঘন্টার মধ্যেই ২০ লাখ টাকা তোলা সম্ভব।

এক প্যাকেট বেনসন সিগেরেটের দাম ২১০টাকা। আর একটি বেনসন খুচরো কিনতে গেলে দাম ১১ টাকা। কিন্তু আমরা আপনার কাছে এক প্যাকেট সিগেরেটের টাকা চাই না। এমনকি একটি বেনসনের টাকাও চাই না আপনার কাছে। একটি বেনসনের চেয়েও কম মূল্যে, মাত্র ১০ টাকায়, আপনি বাঁচাতে পারেন রাজীবের জীবন।

দেশে রয়েছে প্রায় শ’দুয়েক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা ও ঢাকার বাইরের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের অনুরোধ একটি সিগেরেট কম খেয়ে আপনি রাজীবকে ১০টি টাকা দান করুন।

দেশের সকল তরুণ-তরুণীর কাছে আমাদের সকাতর অনুরোধ আপনারা সবাই দুইটা সিঙ্গারার টাকা বাঁচিয়ে, একবেলার রিকশা ভাড়া বাঁচিয়ে, ইফতার পার্টিতে একটা ডিমের চপ না খেয়ে রাজীবের জন্য ১০টি টাকা সাহায্য করুন।

একটি ডিমের চপ না খেলে আপনার ইফতারিতে খানিক অপূর্ণতা থাকবে জানি। কিন্তু একবার ভাবুন, রাজীবের এক বছর বয়সী কন্যা যদি কোনো দিন বাবা বলে আর ডাকতেই না পারে তাহলে কতখানি অপূর্ণ থাকবে তার জীবন? তার বাবা ডাকের চেয়েও ইফতারিতে একটা ডিমের চপ কি অনেক বড়?

দুঃখী ও পীড়িত মানুষের ব্যাথাকে ধনী ও সামর্থবান মানুষেরা যেন হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন সেজন্যই ইসলামে এসেছে রোযা রাখার বিধান।

এই উপলব্ধির মাসে আপনি রাজীবের বেঁচে থাকার আকুতিকে হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, এটিই আমরা আশা করি।

এই ঈদে আপনার-আমার বাড়িতে বাহারী পোশাক কেনার ধুম লেগেছে। ঈদের দিনে আপনার বাড়িতে পিঠা-পায়েস-কোরমা-পোলাওয়ের সুবাসে বাতাস ম ম করবে।

কিন্তু এই ঈদে রাজীবের বাড়িতে আর্তনাদ, কান্নার রোল। ঈদের দিনে খাবার টেবিলে ভাতের থালা সামনে নিয়ে লুকমা মুখে দেবার আগেই রাজীবের মায়ের চোখে উথলে উঠবে অশ্রুধারা। সন্তানকে হাসপাতালে মৃত্যুর মুখোমুখি রেখে কোন সে মা ভাতের দলা মুখে দিতে পারেন!

আসুন, আমরা সকলে রাজীবের ভাই হয়ে, বন্ধু হয়ে, স্বজন হয়ে, রাজীবের পাশে দাঁড়াই। আসুন, ১০টি মাত্র টাকা বিকাশ করে মুছিয়ে দিই এক মায়ের কান্নাভেজা চোখ। ১০টি মাত্র টাকা দিয়ে রাজীবের কন্যার মুখে ফিরিয়ে আনি হাসির ফল্গু ধারা।

বিকাশ নাম্বার:০১৭৯২ ৪৫৫ ৮২৮, ০১৭৪৮ ৭২৫ ৫৯৯ , ০১৭১১ ২৭৮ ৫২৬

ব্যাংক একাউন্ট নাম্বার: Sayeda Farjana Yasmin, a/c 186.103.19648, Dutch Bangla Bank, Munshigonj Branch, Munshigonj

সৈয়দা ফারজানা ইয়াসমিন, হিসাব নম্বর: ১৬৭৭৭, ইসলামী ব্যাংক, নিউ মার্কেট শাখা, ঢাকা।

বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন এই ঠিকানায়:
A.T.M. Akhtar Uddin, 227/ 3A/ 2, Old-19, Zigatola, Dhanmondi, Dhaka,Bangladesh.
Cell: 01792455828

লেখকরা শিক্ষক ও গণমাধ্যমকর্মী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply