অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এলেন না ডাক্তার, রোগীর মৃত্যু

|

রাজধানীর মিরপুরে চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাত এগারোটা পরে মিরপুরের ডা. আজমল হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, কিডনি রোগে আক্রান্ত লাইজু আহমেদকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে যান তারা। রাত সাড়ে সাতটায় অ্যাপয়েন্টমেন্ট নেয়া থাকলেও দীর্ঘ অপেক্ষার পরও রোগী দেখতে আসেননি ডাক্তার।

কয়েক ঘণ্টা অপেক্ষা করে ডাক্তার না আসায় রাত সাড়ে দশটার পর রোগীকে নিয়ে বাসায় ফিরে যায় পরিবার। কিন্তু লাইজুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও ডা. আজমল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করেন।

এ খবরে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা।

এ বিষয়ে ডা. আজমল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মীর আশরাফ আলী বলেন, ‘উনি আমাদের নিয়মিত ডাক্তার নন, ফ্রিল্যান্স পরামর্শক। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো উপায় আমাদের নেই। হয়তো উনার চেম্বার বন্ধ করে দিতে পারি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply