করোনায় আক্রান্ত হয়েও কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন অ্যাথলেটরা!

|

অজি অ্যাথলেট কেলসি লি বারবার। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েও কমনওয়েলথ গেমসে নিজ ইভেন্টে অংশ নিতে পারবেন অ্যাথলেটরা। এমনটাই জানিয়েছে কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের।

করোনায় আক্রান্ত হন বর্শা নিক্ষেপের বর্তমান চ্যাম্পিয়ন অজি অ্যাথলেট কেলসি লি বারবার। ৫তবে করোনাভাইরাসের কোনো লক্ষণ এখনও দেখা যায়নি কেলসির মাঝে। সেই সাথে, বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমে যাওয়ায় অ্যাথলেটদের জন্য এবার এই সুযোগ করে দিয়েছেন কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। ফলে শারীরিকভাবে অ্যাথলেটরা ভালো থাকলেই নিজ ইভেন্টে অংশ নিতে পারবেন।

তবে অস্ট্রেলিয়ার প্রমীলা টি-টোয়েন্টি দলের এখনও আসরটিতে খেলা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তারকা উইকেটরক্ষক ও ব্যাটার অ্যালিসা হিলি। দলে করোনা সংক্রমণের ব্যাপারে হিলি বলেন, আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলাম। জানতাম, কেউ আক্রান্ত হলে পুরো দলের জন্যই আসরে অংশ নেয়াটা কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন: শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস, সুরা কৃষ্ণ আর ইমরানুরে আশা বাংলাদেশের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply