জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের

|

কাশ্মিরে ভারতের অপরাধের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। ভুখণ্ডটিতে ভারতীয় সরকারি বাহিনীগুলোর অপরাধের প্রমাণ তুলে ধরে বৃহস্পতিবার জাতিসংঘে দেয়া নিজের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী বলেন, কাশ্মিরে বিক্ষোভকারীদের ঠেকাতে নিষিদ্ধ প্যালেট গান ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী।

শুধু তাই নয়, ভারতীয সেনাদের বিরূদ্ধে ধর্ষণ, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও যত্রতত্র জরুরি অবস্থা জারির অভিযোগ তোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি দাবি করেন, শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি কাশ্মির ইস্যুতে খোলাখুলি আলোচনায় বসতে ইচ্ছুক পাকিস্তান। তবে নিয়ন্ত্রণ রেখায় বিএসএফের অস্ত্রবিরতি লঙ্ঘন এবং রাষ্ট্রীয় মদদপুষ্ট ‘সন্ত্রাসীদের’ তৎপরতা বন্ধ হলেই কেবল সম্ভব এই শান্তি আলোচনা।

এজন্য জাতিসংঘের মধ্যস্থতা চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব এবং মানবাধিকার বিষয়ক কমিশনের কাছে আমাদের অনুরোধ- দখলকৃত কাশ্মিরে তদন্ত দল পাঠান। সেখানে, ভারত যে মানবাধিকার লঙ্ঘন করছে এর চাক্ষুস প্রমাণ মিলবে। অপরাধীদের উপযুক্ত শাস্তি এবং ভূক্তভোগীদের সুবিচার নিশ্চিত করুন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply