১০ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি বছরের ২৫ মে আজাদি মার্চের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩০ জুলাই) জেলা ও দায়রা জজ কামরান বাশারত মুফতির আদালতে হাজির হয়ে জামিন চান সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে বলা হয়, লংমার্চের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা দায়ের করা হয় এবং ১০টিতে তিনি ৫০ হাজার টাকার জামিন মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিন পান।
এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পারভেজ এলাহীকেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ তার পদ হারিয়েছেন।
/এনএএস
Leave a reply