বিশাল লক্ষ্যের দিকে দলকে তিনিই নিয়ে যাচ্ছিলেন। সেই লিটন দাস কিনা হলেন এমন আউট! শন উইলিয়ামসের বলে তার দেয়া সহজ ক্যাচ ফেলে দিলেন এনগারাভা। কিন্তু সেদিকে তাকিয়েই মাঝ ক্রিজে দাঁড়িয়ে সেই ক্যাচ মিস দেখতে গিয়েই হয়তো তিনি ভুলে গিয়েছিলেন যে, আরও বিবিধ উপায়ে আউট হওয়া যায়! এনগারাভা ক্যাচ মিস করলেও মুহূর্তের সতর্কতায় বল কুড়িয়েই থ্রো করলেন নন স্ট্রাইকিং প্রান্তে, যার ধারেকাছেও ছিলেন না লিটন। শন উইলিয়ামসও ভুল করেননি স্ট্যাম্প ভেঙে দিতে।
২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা যেমন হওয়ার কথা ছিল, মুনিম শাহরিয়ারের বিদায়ে তেমনটি পায়নি বাংলাদেশ। এরপর অবশ্য এনামুল হক বিজয়কে নিয়ে রানের গতি অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন লিটন। ৭ ওভারে ৬৩ রানের মাথায় অদ্ভুতুড়ে উপায়ে আউট হন লিটন। বালখিল্য ভুলের মাশুল গুণে দারুণ খেলতে থাকা লিটন আউট হলেন ১৯ বলে ৩২ রান করে। এরপর রানের গতি বাড়তে গিয়েই টাইমিংয়ে গণ্ডগোল করে ২৬ রানে আউট হন এনামুল বিজয়। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান। জয়ের জন্য এখনও বাংলাদেশের দরকার ৬১ বলে ১২১ রান। এখন নাজমুল হোসেন শান্তর সাথে ক্রিজে আছেন আফিফ হোসেন।
এর আগে, হারারে স্পোর্টস গ্রাউন্ডে সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরের দুর্দান্ত ব্যাটিংয়ে টস জিতে ৩ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে জিম্বাবুয়ে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এটি।
/এম ই
Leave a reply