২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অতি মাত্রায় সমালোচিত: সিইসি

|

অতীতে অনেক নির্বাচন নিয়ে অভিযোগ থাকলেও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন অতি মাত্রায় সমালোচিত। এছাড়া রাজনৈতিক দলের সাথে ইসি সংলাপে ভোট কারচুপি, ইসির নির্লিপ্ততা নিয়ে অনেক অভিমত এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

রোববার (৩১ জুলাই) বিকালে আওয়ামী লীগের সাথে সংলাপ শেষে এসব কথা বলেন সিইসি।

সংলাপে ইভিএমের পক্ষে অবস্থান নেয় আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সম্পর্কিত মন্ত্রণালয় ও বিভাগ ইসির অধীনে ন্যস্ত করার পক্ষে আওয়ামী লীগ।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ভোট জালিয়াতির সবচেয়ে বড় শিকার আওয়ামী লীগ। তাই কারচুপি বন্ধে ইভিএমের বিকল্প নেই বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply