আন্দোলন দমাতেই নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে সরকার: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আন্দোলন দমাতেই নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে হত্যা করেছে পুলিশ। এছাড়া আহত হয়েছেন অনেক নেতাকর্মী। তাদের চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আগামীকাল নয়াপল্টনের সামনে ও সারাদেশে গায়েবানা জানাজা পালন করা হবে। একই সাথে ভোলায় হত্যার প্রতিবাদে ২ আগস্ট ঢাকা ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কথাও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply