যুক্তরাষ্ট্রের মেগা মিলিয়ন লটারির সৌভাগ্যবান বিলিয়ন ডলার বিজয়ী হয়েছেন ইলিনয় অঙ্গরাজ্যের এক বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করছে মেগা মিলিয়ন কর্তৃপক্ষ। তবে বিজেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
১৩৪ কোটি ডলার জিতেছেন ভাগ্যবান ওই বিজেতা। মেগা মিলিয়নের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারের অংক। একবারে অথবা ২৯ বছর ধরে ইন্সটলমেন্টের মাধ্যমে এ অর্থ নিতে পারবেন তিনি। শুক্রবার (৩১ জুলাই) ঘোষণা হয় লটারির চলতি সপ্তাহের ড্র।
এর আগে মেগা মিলিয়নের ইতিহাসে সবচেয়ে বড় অংকের লটারি জেতার ঘটনা ঘটে ২০১৮ সালে। সে বছর সাউথ ক্যারোলিনায় বিক্রি হওয়া একটি টিকিট জেতে ১৫৩ কোটি ডলারের জ্যাকপট।
ইউএইচ/
Leave a reply