ভুয়া ডিবি পুলিশ ঠেকাতে করা হলো পোশাকের আধুনিকায়ন

|

ভুয়া ডিবি পুলিশের দৌরাত্ম্য ঠেকাতে পোশাকের আধুনিকায়ন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১ আগস্ট) সকালে ডিবি পরিচয়ে ডাকাতদলের ছয় সদস্যকে আটকের পর এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান কর্মকর্তারা।

ডিবি কর্মকর্তারা জানান, সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ডাকাত দলের কয়েক সদস্য বিভিন্ন ব্যাংকে প্রবেশ করে টাকা উত্তেলনকারী গ্রাহকদের অনুসরণ করে। তাদের দেয়া তথ্যমতে আরেকটি দল ব্যাংকের বাইরে ডিবি পরিচয়ে সেসব টাকা গ্রাহকদের কাছ থেকে লুট করে নিয়ে যায়। এমন একটি চক্রের ছয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল।

এ সময় তাদের থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। কর্মকর্তারা জানান, অপরাধীদের এমন কৌশল ঠেকাতে ডিবি পুলিশের পোষাকে পরিবর্তন আনা হয়েছে। যেখানে প্রত্যেকটি পোশাকে একটি করে কিউআর কোড দেয়া থাকবে, সেখানে সংশ্লিষ্ট সদস্যের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply