টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে হেরে আগে বোলিং করে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে। নুরুল হাসানের চোটের পর ডেকে পাঠানো হয় তাকে। আজ একাদশেও আছেন তিনি। অবশ্য অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন। সব মিলিয়ে তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে আছে তিনটি পরিবর্তন। নুরুলের সঙ্গে নেই মুনিম শাহরিয়ার ও শরীফুল ইসলাম। মাহমুদউল্লাহর সঙ্গে দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের তুরুপের তাসে পরিণত করে ২০৫ রানের রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। রানের সেই পাহাড় ডিঙ্গাতে নেমে ১৭ রানে হারে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের উদ্বোধনী ওভার থেকে শুরু করে প্রথম ৭ ওভারের মধ্যেই নিজের প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে স্বাগতিক দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সৈকত। ৩১ রানে ৫ উইকেট হারানো দলটি সিকান্দার রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। টার্গেট তাড়ায় লিটন দাসের ঝড়ো ফিফটিতে ভর করে ১৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), পারভেজ হোসেন, লিটন দাস, এনামুল হক (উইকেটকিপার), নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply