সিটিতে নয় জাতীয় নির্বাচনে থাকবে সেনাবাহিনী: সিইসি

|

বরিশাল ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম এর উপর ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সে সব ভুল ত্রুটি হয়েছে, তা শুধরে আসন্ন নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। বিএনপি নির্বাচনে অংশ নিবে; এমন প্রত্যাশার কথা জানিয়ে সিইসি বলেন, কমিশন চায় সকল দলের অংশ গ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন। তবে নির্বাচনে দলগুলোর অংশ গ্রহণ নিশ্চিত করতে কমিশনের আলাদাভাবে উদ্যোগ গ্রহণের কোন সুযোগ নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাচন প্রশিক্ষন ইনষ্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply