দাবানল দাবদাহে বিপর্যস্ত স্পেন

|

ছবি: সংগৃহীত

চরম দাবদাহে এখনও হাঁসফাঁস পরিস্থিতি স্পেনের জনজীবনের। গরমজনিত নানা শারীরিক জটিলতায় গেল এক মাসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ হাজার বাসিন্দা। খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

দেশটির জাতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী পশ্চিম, পূর্ব এবং মধ্যাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। হিটস্ট্রোক এবং পানিশূন্যতা এড়াতে প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে তীব্র তাপমাত্রার জেরে ভয়াবহ আকারে ছড়াচ্ছে দাবানল। শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের দাবানলে এখন পর্যন্ত সাড়ে পাঁচ লাখ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। যা গেল তিন দশকের মধ্যে সর্বোচ্চ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply