পম্পেই নগরীতে আবিষ্কার হলো ২ হাজার বছর আগের ব্যবহৃত জিনিসপত্র

|

ইতালির প্রত্নতত্ত্ব সমৃদ্ধ পম্পেই নগরীতে নতুন আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। দুই হাজার বছর আগের এক মধ্যবিত্ত পরিবারের ব্যবহৃত কিছু জিনিসের সন্ধান পেয়েছেন তারা। খবর রয়টার্সের।

আবিষ্কৃত জিনিসপত্রগুলোর মধ্যে রয়েছে একটি কাঠের তৈরি খাটের ফ্রেম, একটি আলমারি, ট্রাঙ্ক, কাঠের কিছু থালাবাসন, তিন পায়া বিশিষ্ট একটি টেবিলসহ বেশ কিছু ভাঙাচোরা অংশ। এর মাধ্যমে তৎকালীন সাধারণ মানুষের জীবন যাপন সম্পর্কে নানা তথ্য মিলবে বলে আশাবাদী গবেষকরা।

এর আগে ২০১৮ সালে প্রথম চার কক্ষের বাড়িটির সন্ধান পাওয়া যায় পম্পেই নগরীতে। এরপর সেখানে চালানো গবেষণায় মেলে প্রাচীন এসব জিনিসপত্রের সন্ধান। রোমান সভ্যতার প্রসিদ্ধ নগরী ছিল পম্পেই। ৭৯ খ্রিস্টাব্দে ১৩ হাজার মানুষসহ ভয়াবহ অগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হয় নগরীটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply