পীরগঞ্জের হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ৫১ আত্মসমর্পণকারীর জামিন নামঞ্জুর

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের পীরগঞ্জের কসবা-মাঝিপাড়ার হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আত্মসমর্পণকারী ৫১ জনের জামিন আবেদন খারিজ করে দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৭ জুলাই) বিকেল ৩টায় রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক শফিকুর রহমান এ আদেশ দেন।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, পীরগঞ্জের জিআরও এএসআই শহিদুল ইসলাম জানান, রোববার (৭ আগস্ট) দুপুরে বিজ্ঞ বিচারকের কাছে জামিন চেয়ে পীরগঞ্জের হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ হামলা লুটপাটের মামলার ৫১ আসামির পক্ষে জামিন প্রার্থনা করেন নিযুক্ত আইনজীবীরা। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গতবছর ১৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জের কসবা মাঝিপাড়ার এক যুবক মহানবিকে (স) অবমাননাকর পোস্ট দেয়ার জেরে একদল দুর্বৃত্ত পাশের হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। একই বছর পীরগঞ্জ থানায় একটি মামলার প্রেক্ষিতে ১৪১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটভুক্তদের মধ্যে ৭০ জনকে আগেই গ্রেফতার করা হয়। পরে আরও ৫১ জন আত্মসমর্পণের পর এখনও পলাতক রয়েছেন ২০ জন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply