ইউক্রেনের শস্যবাহী জাহাজকে লেবাননের প্রত্যাখ্যান

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন ছেড়ে আসা প্রথম শস্যবাহী জাহাজ রাজোনি’র পণ্য প্রত্যাখ্যান করলো লেবানন। সোমবার (৮ আগস্ট) ইউক্রেনে নিযুক্ত দেশটির দূতাবাস এ তথ্য জানায়।

ফেসবুক পোস্টে লেবাবন দূতাবাস জানিয়েছে, পাঁচ মাস বিলম্বে পৌঁছানোর কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে ক্রেতারা। সে কারণে, জাহাজটিকে পণ্য খালাসের জন্য খুঁজতে হচ্ছে অন্যান্য দেশের বন্দর।

গেলো সপ্তাহে, ওডেসা বন্দর ছেঁড়ে রওনা হয় শস্যবাহী জাহাজ রাজোনি। ইউক্রেনের এই জাহাজ বহন করছে ২৬ হাজার ৫২৭ টন ভুট্টা। লেবানন প্রত্যাখ্যান করায় বর্তমানে তুরস্কের মারসিন বন্দরে নোঙ্গর করেছে জাহাজটি।

গেলো মাসে, জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ চলাচলের ব্যাপারে সমঝোতায় পৌঁছায় রাশিয়া-ইউক্রেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আগস্টের ১ তারিখ থেকে সাতটি জাহাজ চলছে কৃষ্ণ সাগরে। এই জাহাজগুলো বহন করছে দুই লাখ ৪৩ হাজার টন খাদ্যপণ্য।

আরও পড়ুন: আফগানিস্তান ছাড়ছেন সংখ্যালঘুরা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply