শ্রীলঙ্কায় দাম বাড়লো বিদ্যুতের

|

৯ বছরের মধ্যে প্রথমবার বিদ্যুতের দাম বাড়ালো শ্রীলঙ্কা। মঙ্গলবার (৯ আগস্ট) সর্বোচ্চ ২৬৪ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় দেশটির রাষ্ট্রায়াত্ত বিদ্যুৎ প্রতিষ্ঠান।

কম বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম পরিশোধ করতে হবে সর্বোচ্চ রেটে। ইউনিট প্রতি আড়াই রুপি থেকে খরচ বেড়ে দাঁড়াবে ৮ রুপিতে। কিছুটা কম খরচ হবে বেশি ব্যবহারকারীদের। ৯০ কিলোওয়াটের ওপর ব্যবহারকারীদের জন্য দাম বাড়বে ৮০ শতাংশ। আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত।

গত কয়েক বছর ধরেই লোকসান গুনতে হচ্ছে শ্রীলঙ্কার বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিলন ইলেক্ট্রিসিটি বোর্ডকে (সিইবি)। ক্ষতির পরিমাণ ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানায়, সিইবি ৮ শ’ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সর্বোচ্চ ২৬৪ শতাংশ বাড়ানোর সম্মতি দিয়েছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply