অর্থনৈতিক অবস্থা ভালো বলেই ঋণ দিচ্ছে দাতা সংস্থা: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ খারাপ হলে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ঋণ দিতে আগ্রহী হতো না। অর্থনৈতিক অবস্থা ভালো বলেই দাতা সংস্থা ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এমন কথা জানান তিনি। মন্ত্রী বলেন, যে কোনো খাতে ভর্তুকির বিষয়ে সরকার খুবই সর্তক অবস্থায় রয়েছে। বৈশ্বিক সংকটে পৃথিবীর যে কোনো দেশে জনগণকেই অর্থনীতির দায় নিতে হয়; বাংলাদেশের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। সাময়িক কিছুুটা সংকট তৈরি হলেও হতাশার কিছু নেই বলেও দাবি করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার কাছে প্রায়ই জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো দাতারা আসে। জানতে চায় আমরা কোথায় কোথায় টাকা নিতে পারি। বাংলাদেশের অবস্থা যদি এতোই খারাপ হয়, তাদের কি মাথা খারাপ হয়েছে যে আমাদের টাকা দেবে!

অনুষ্ঠানে কনজুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান বলেন, বর্তমান সরকারের পুরনো কিছু ভুলের কারণে বৈশ্বিকে প্রেক্ষাপটে জনগণকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। মূল্যস্ফীতি দুই অংকে পৌছানোর শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সংকট আরও সৃষ্টি হবে। আমাদের দেশে সবচেয়ে খারাপ সময় হলো অক্টোবর মাস, বিশেষ করে মূল্য পরিস্থিতির ব্যাপারে। তখন মূল্যস্ফীতি যদি দুই অংকের ঘরে চলে যায় তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেলের হাতে এখন ভিক্ষার থালা: রিজভী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply