সিলেট ওসমানী বিমানবন্দরে ৬০ স্বর্ণের বারসহ যাত্রী গ্রেফতার

|

সিলেটের ওসমানী বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

দুপুরে সংবাদ সম্মেলনে তারা জানান, ওমানের মাসকট থেকে আসা একটি ফ্লাইট, সকালে ওসমানি বিমানবন্দরে অবতরণ করে। এসময় ইকবাল নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে জব্দ করা হয় ৬০টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। আটক ইকবালের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া।

সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, ইকবাল ওমানের রাজধানী মাসকট থেকে সিলেটে আসেন শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে-এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এর পর স্বর্ণের বারগুলো ধরা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply