উত্তর প্রদেশে ২৮ বছর পর মায়ের ধর্ষকদের বিচার চেয়ে আদালতে সন্তান

|

প্রতীকী ছবি

তিন দশক আগে ধর্ষণের শিকার হয়েছিলেন উত্তর প্রদেশের এক নারী। প্রতিবেশী দুই ভাই মিলে তাকে যৌন হেনস্তা করেছিল। এতোদিন পর তিনি সেই ঘটনার বিচার পাওয়ার আশা করছেন। আর সেই বিচার পাওয়ার লড়াইয়ে তাকে সহায়তা করেছে সেই সন্তান, যার জন্ম হয়েছে ওই ধর্ষণের ফলে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মায়ের ওপর এই নির্যাতনের কথা বড় হয়ে ছেলেটি জানতে পেরে ২৮ বছর পর ধর্ষকদের বিচারের জন্য আইনি লড়াইয়ে নামেন।

বুধবার (১০ আগস্ট) পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুই প্রতিবেশীর একজনকে গ্রেফতার এবং অন্যজনকে হেফাজতে নিয়েছে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, ১৯৯৪ সালে উত্তর প্রদেশের শাহজাহানপুর শহরে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। অভিযুক্ত মোহাম্মদ রাজি ও তার ভাই হাসান ছিলেন তার প্রতিবেশী। তিনি বাড়িতে একা থাকলেই দুই ভাই সীমানাপ্রাচীর টপকে তাদের বাড়িতে এসে তাকে ধর্ষণ করতেন। একপর্যায়ে শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার বোন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার অল্প বয়স এবং দুর্বল স্বাস্থ্যের ফলে গর্ভপাতে রাজি হননি।

সন্তানকে জন্ম দিতে অনেক কষ্ট করেছি কিন্তু জন্মের পর ওর মুখ দেখার সুযোগও পাইনি জানিয়ে ধর্ষণের শিকার নারী বলেন, মাকে সন্তানের কথা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, তুমি বেঁচে থাকার জন্য দ্বিতীয়বার সুযোগ পেয়েছ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply