শনির দশা লেগেই আছে আর্জেন্টিনার

|

গোলরক্ষক সার্জিও রোমেরোর পর এবার ছিটকে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি। লিগাম্যান্ট ইনজুরিতে রাশিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে এই ওয়েস্ট হ্যাম তারকার। এদিকে রাশিয়া পৌঁছে ভক্তদের ভালবাসায় সিক্ত হয়েছে ২০১০ চ্যাম্পিয়ন স্পেন।

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগেই অপ্রত্যাশিত ইনজুরির তালিকা লম্বা হচ্ছে আলবিসেলেস্তেদের। দলের মূল গোলরক্ষক সার্জিও রামোসের পর এবার ছিটকে গেছেন মিডফিল্ডার ম্যানুয়েল ল্যানজিনি। বার্সেলোনায় বিশ্বকাপ দলের অনুশীলনের সময় লিগাম্যান্টের ইনজুরিতে পড়ে বিশ্বকাপের শেষ হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে কাঁপানো এই ফুটবলারের।

কোচ হোর্হে সাম্পাওলির মূল একাদশের পছন্দের তালিকায় ছিলেন ল্যানজিনি। ফলে বলাই যায়, শনির দশা লেগেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

এদিকে, রাশিয়া পৌঁছেছে ২০১০’র বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। দেশটির ক্রাসনোদার শহরে পৌঁছেই ভক্তদের ভালবাসায় সিক্ত হলেন রামোস-পিকেরা। যেখানে তাদের বরণ করতে জাতীয় পতাকার পাশাপাশি লিগ ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের পতাকাও মেলে ধরেন। ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লুপেতেগুইয়ের স্পেন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply