বিক্ষোভে উত্তাল ইরাক

|

পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল ইরাক। শুক্রবার (১৩ আগস্ট) রাজধানী বাগদাদে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে শিয়া নেতা মুক্তাদা আল সাদরের সমর্থকরা।

এদিন, পার্লামেন্টের সামনে জুম্মার নামাজ আদায় করেন আল সাদরের হাজার হাজার অনুসারী। এরপর এগিয়ে যান মিছিল নিয়ে। আগামী সপ্তাহের মধ্যে পার্লামেন্ট বিলোপের দাবি জানান তারা। আবার নির্বাচনের পক্ষেও শ্লোগান দেন। কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বিক্ষোভ করে দেশটির ইরান সমর্থিত গোষ্ঠী। স্পর্শকাতর গ্রিন জোনে আল সাদর সমর্থকদের বিক্ষোভের তীব্র সমালোচনা করেন তারা। দাবি জানান, অক্টোবরের নির্বাচনের ভিত্তিতে সরকার গঠনের।

প্রসঙ্গত, নির্বাচনের ৯ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও রাজনৈতিক ঐক্যের অভাবে সরকার গঠন করা সম্ভব হয়নি ইরাকে। সাদরের দল বেশি ভোট পেলেও প্রধানমন্ত্রী পদে মনোনয়ন ঘিরে চলছে অচলাবস্থা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply