পাবনা চেম্বারের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের ঈদ সামগ্রী বিতরণ

|

পাবনা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের আর কয়েক দিন বাকী। ঈদের আনন্দ ভাগ করে নিবে সবাই। মুসলমান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় এ উৎসবে আনন্দে কাটবে সবার। পাবনা চেম্বার এবার নিজেদের ইফতার পার্টি না করে পাবনার কয়েক হাজার গরীব দুঃখী সুবিধা বঞ্চিতদের মাঝে চাল,তেল, লবন, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ পণ্য সামগ্রী বিতরণ করে।

শনিবার বিকেলে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

আগামী ২৭ রমজানের মধ্যে পাবনার জেলার সুবিধা বঞ্চিত দেড় হাজার মানুষের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে ৩টায় চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে এবং চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, লতিফ গ্রুপের চেয়ারম্যান ও চেম্বারের সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, চেম্বারের পরিচালক মো: আশরাফ উজ্জ জামান মিঠু, সাজ্জাদ হোসেন বাচ্চু, জাহিদ হোসেন জামিম, এএইচএম রেজুয়ান জুয়েল, মো. ফরিদুল ইসলাম, উত্তম কুমার কুন্ডু, মোহাম্মদ আলী, মো. মাসুদুর রহমান মিন্টু, মো. মিরাজুল ইসলঅম রুবেলসহ পাবনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply