কারাগারে খালেদা জিয়ার সাথে কথা বলে এসেছেন আইজি প্রিজন্স

|

ফাইল ছবি

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে কথা বলে এসেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন। সোমবার দুপুর আনুমানিক সাড়ে ৩ টায় তিনি পুরাতন কারাগারে যান। এর আগে, দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে কারা মহাপরিদর্শক জানান, খালেদা জিয়া রাজি থাকলে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপাতদৃষ্টিতে তার স্বাস্থ্য ভালো আছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে বিপর্যস্ত ও শেষ করে দিতেই সরকার ষড়যন্ত্র করে চিকিৎসা বিলম্বিত করছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেদিন থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সম্প্রতি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সম্ভবত ‘মাইল্ড স্ট্রোক’ করেছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply