অবৈধভাবে বালু উত্তোলনে গাড়ি পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

|

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর বুক থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি নাটা হাম্বা গাড়ি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির।

মঙ্গলবার দুপুরে উপজেলার সারুটয়িা ইউনিয়নের কাতলাগাড়ী নদীর চরে জেলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির জানান, কাতলাগাড়ী গড়াই নদী থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছিল। বিভিন্ন পত্র-প্রত্রিকা ও টেলিভিশনে খবর প্রকাশের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইঞ্জিন চালিত দু’টি বালু বহনকারী ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

এঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ।

প্রসঙ্গত, কাতলাগাড়ী ঘাটের গড়াই নদীর বুক থেকে দীর্ঘদিন যাবৎ প্রতিনিয়ত শতাধিক ট্রাক বালু ও মাটি অবৈধভাবে উত্তোলন হচ্ছিল। মাটি ও বালু শ্রমিকের পাশাপাশি সেখানে ৪ থেকে ৫ টি ভেকু ম্যাশিনের মাধ্যমেও নদীর বুক ও কিনারা খুড়া হতো। এতে করে ফসলি জমি ও বসতবাড়ী হুমকির মুখে পড়েছে। টানা বৃষ্টিতে ও নদীর পানি বাড়ার সাথে সাথে আশপাশ এলাকা নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply