ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন, ফসলি জমি নিমজ্জিত

|

মৌলভীবাজার প্রতিনিধি
টানা দুই দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে মনু নদের পানি বিপদ সীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে কমলগঞ্জে ধলাই নদীরও পানি বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত সোমবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পায়। এতে কমলগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধের পুরাতন ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় ফসলি জমি। পানি বন্ধী হয়ে পড়েছে প্রায় একশ পরিবার।

এদিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ইসলামপুর কমলগঞ্জ সদর, আদমপুর, রহিমপুর ইউনিয়নে ধলাই প্রতিরক্ষা বাঁধের আরও ৯টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান এলাকাবাসী।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ বলেন, করিমপুর গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরনো ভাঙন দিয়ে পানি প্রবেশ করেছে। প্রাথমিকভাবে ২০ হেক্টর জমির রোপিত আউশ ফসল নিমজ্জিত হয়েছে। ডুবে গেছে কয়েকটি গ্রামীণ সড়ক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, আপতকালিন বাজেট না থাকায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছেনা। বৃষ্টি না থামলে পানি আরও বৃদ্ধি পেতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply