দেশে সারের কোনো ঘাটতি নাই: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

দেশে সারের কোনো ঘাটতি নাই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কৃষি উৎপাদনে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় ফসলের চাহিদা ও যোগান নিরুপণ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকার কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে গবেষণা প্রতিবেদন নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি গবেষক ও অর্থনীতিবিদদের সমন্বয়ে এ গবেষণা পরিচালিত হয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সারা বিশ্বে সংকট চলছে। বিদ্যমান পরিস্থিতিতে খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply